চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হযেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।

আজ দুপুর ৩.৩০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুলের সমাধিসৌধের পাশেই ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৌঁছায়।

এ সময় কবি নজরুলের সমাধির চারপাশে বিজিবি-পুলিশ-সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি। নিশ্ছিদ্র নিরপত্তায় ৩টা ৫ মিনিটে নজরুলের সমাধির মধ্যে প্রবেশ করে। এ সময় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের প্রবেশ থেকে বিরত রাখা হয়। প্রবেশে সুযোগ পান ইনকিলাব মঞ্চসংশ্লিষ্টসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী।

মরদেহ পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ জাবের বলেন, আমরা সবাই ধৈর্য্যের পরিচয় দেব। কোনোভাবেই আমরা ব্যারিকেড ভেঙে প্রবেশ করব না। আমরা সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে হাদি ভাইকে দাফন করতে চাই। যদি কোনো কর্মসূচি ঘোষণা করি, অবশ্যই আমরা আপনাদের তা জানিয়ে দেব।

এদিকে সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জন-সাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে।

এরআগে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওই জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার,  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা।

এ সময় হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশকে জানাতে হবে হাদির খুনিদের গ্রেপ্তারে তারা কী পদক্ষেপ নিয়েছেন। তারা যদি তা না পারেন তাহলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তার তিন দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ