ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।
প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে ছুটে আসেন ডা. জুবাইদা রহমান।
হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসার নানা দিক তত্ত্বাবধান করেন তিনি।
তবে চিকিৎকদের পরামর্শে বিদেশ নিতে না পারায়, শাশুড়ির সঙ্গে দুই সপ্তাহ ছিলেন জুবাইদা রহমান।
বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
২০০৮ সালে দেশ ছাড়ার ১৭ বছর পর, প্রথমবারের মতো গত ৬ মে দেশে আসেন ডা. জুবাইদা রহমান।
মনোয়ারুল হক/
