মনোনয়নপত্র সংগ্রহের পর পুলিশের হাতে আটক স্বতন্ত্র প্রার্থী
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (১৫ ডিসেম্বর) : মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়নপত্র সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে পুলিশের হাতে আটক হয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তাধীন আসামি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
মনোয়ারুল হক/
