সাদিক কায়েমসহ ১০ সদস্যদের প্রতিনিধি দল সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ ডিসেম্বর) : ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বর এলে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে। মিছিলে অংশগ্রহণকারীরা বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেড বাধাগ্রস্থ হলেও তা সরিয়ে সামনে অগ্রসর হয়।

পরবর্তীতে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের সামনে পুলিশের তৃতীয় ব্যারিকেডের সামনে এসে মিছিলটি থামে।

ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদিকে হামলা করেছে, যারা পরিকল্পনায় ছিল- সবাইকে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ লীগের নেতাদের গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সময় বেধে দেওয়া হবে।

এর মধ্যে পদক্ষেপ না নিলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ