গুয়াতেমালায় ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৫ ডিসেম্বর) : গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে হতাহতের ঘটনার পর ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রপতি বার্নার্ডো আরেভালো এ তথ্য জানিয়েছেন।
গুয়াতেমালা সিটির পশ্চিমে অবস্থিত সোলোলা অঞ্চলে বহু বছর ধরে আদিবাসী সম্প্রদায় সান্তা কাটারিনা ও নাহুয়ালা’র মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবারের সহিংসতায় পাঁচজন নিহত হয়েছে। রাষ্ট্রপতির মতে, এই সহিংসতা সাংগঠনিক অপরাধী গোষ্ঠীর কাজ, যারা তাদের অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখতে চায়।
রাষ্ট্রপতি সংবাদ সম্মেলনে বলেন, ‘দীর্ঘদিন ধরে এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে অপরাধী গোষ্ঠী। তারা চায় সেনারা অঞ্চল থেকে সরে যাক, যাতে তারা স্বাধীনভাবে মানুষকে শোষণ করতে এবং অবৈধ কার্যক্রম চালাতে পারে। এ কারণেই সরকার ওই অঞ্চলে জরুরি নিরাপত্তা অবস্থা ঘোষণা করেছে। যার আওতায় সভা-সমাবেশ-মিছল নিষিদ্ধ থাকবে।
আরেভালো আরও বলেন, ‘এই ঘটনা শুধু দুই আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষের অংশ নয়। আমরা সোলোলা বিভাগ ও জাতীয় নিরাপত্তার জন্য সংকটময় মুহূর্তে আছি। বৃহস্পতিবার থেকে সংগঠিত অপরাধী গোষ্ঠী সামাজিক সংঘর্ষকে নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে।’
নাহুয়ালার মেয়র ম্যানুয়েল গুয়ারচাজ জানিয়েছেন, সান্তা কাটারিনা গোষ্ঠীর হিটম্যানদের হামলায় অন্তত চারজন নিহত এবং দশজন আহত হয়েছে।
এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। ওই সংঘর্ষে ১৩ জন নিহত হন, যার মধ্যে তিন শিশু ও এক পুলিশ কর্মকর্তা ছিলেন।
সূত্র: এএফপি, টিকো টাইমস
মনোয়ারুল হক/
