রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ ডিসেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য যতটুকু নিরাপত্তা প্রয়োজন, সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে প্রথম সারির জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নির্বাচনী প্রার্থীরা চাইলে নিরাপত্তার স্বার্থে অস্ত্র দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। তাঁর নিরাপত্তা নিয়ে সরকার কোনো গাফিলতি করবে না। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রথম সারির যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “যেসব প্রার্থী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তারা আবেদন করলে আইন অনুযায়ী অস্ত্র প্রদানের ব্যবস্থা করা হবে। তবে সবকিছুই কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মনোয়ারুল হক/
