ভয়ঙ্কর সন্ত্রাসী ধরতে শিগগিরই শুরু হচ্ছে ডেভিল হান্ট ফেস টু : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ ডিসেম্বর) : দেশজুড়ে ভয়ঙ্কর ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে খুব শিগগিরই শুরু হচ্ছে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ টু’। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে যারা গোপনে তৎপর রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অগ্রসর হচ্ছে। ডেভিল হান্ট ফেজ টু-এর মাধ্যমে ভয়ঙ্কর সন্ত্রাসী, চিহ্নিত অপরাধী ও নাশকতাকারীদের আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় পুলিশ, র‌্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতার আশঙ্কা, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও নাশকতা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী হওয়া—কোনোটাই অপরাধীদের রক্ষা করতে পারবে না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ