হাদীর চিকিৎসার খোঁজখবর নিলেন ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (১২ ডিসেম্বর) : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদীর ভাই-বোনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডা. জুবাইদা রহমান।
হাদির চিকিৎসার খোঁজখবর নিতে তার ভাই-বোন ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করে অস্ত্রধারী দুই দুর্বৃত্ত। আহত অবস্থায় হাদীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
রাতে উন্নত চিকিৎসার জন্য হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।
মনোয়ারুল হক/
