২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ডিসেম্বর) : দীর্ঘ ১৮ বছরে নির্বাসন শেষে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষেএক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এই বার্তা শুধু আপনাদের নয়, পুরো জাতির জন্য স্বস্তির বার্তা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত এবং এক যুগের বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন—তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন।

তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের ভূমিকা বিএনপিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তার দেশে ফেরার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে বলেও মন্তব্য করেন মহাসচিব।

২০০৭-০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তারেক রহমানের ওপর প্রচণ্ড নির্যাতন হয়েছিল। সেই সময় মৃত্যুর ঝুঁকির পাশাপাশি রাজনীতি থেকে তাকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। এমনকি তাকে দেশত্যাগেও বাধ্য করা হয়। ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর রাতে তারেক রহমান তার পরিবার নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর তাকে আর দেশে আসতে দেওয়া হয়নি। তাই তার দেশে ফেরা নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ।

জানা গেছে, দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবন দিনটি স্মরণীয় করে রাখার ব্যাপক প্রস্তুতি রয়েছে কেন্দ্র থেকে তৃণমূল ও মাঠ পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে। কিন্তু বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকায় জমকালো কোনো অনুষ্ঠানের আয়োজন করা নাও হতে পারে। তারেক রহমানের দেশে আসার অপেক্ষায় প্রহর গুনছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। তারেক রহমানের ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে প্রবল আগ্রহ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ