বিচার বিভাগের আলাদা সচিবালয় এ সরকারের মেয়াদেই হবে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ অক্টোবর) : অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, মানবাধিকার আইন- সবকিছুই আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।’
তিনি বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার নিজেরাই করেছি, কোনো সহায়তা ছাড়াই। আগামীকাল আমরা অনলাইন জামিননামা বা বেইল বন্ড উদ্বোধন করব। একজন আসামি জামিন পাওয়ার পর মুক্তি পেতে যে ১২ ধাপ পার হতে হয়, তা আর থাকবে না। এক ক্লিকেই আদালতের জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।’
তিনি আরও জানান, এ প্রকল্প কোনো বহিরাগত সহায়তা ছাড়া সরকারের অর্থায়নেই বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক।