তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করছে না ইসি: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ অক্টোবর) : তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করছে না নির্বাচন কমিশন (ইসি)। এনসিপি শাপলার বিকল্প না নিলে, ইসি নিজ উদ্যোগে দলটিকে প্রতীক দিয়ে নিবন্ধন দেবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলার বিকল্প প্রতীক না দিলে, কমিশন নিজ উদ্যোগে দলটির জন্য অন্য একটি প্রতীক নির্ধারণ করে নিবন্ধন দেবে।
ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেবে সরকার। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘কমিশন মনে করছে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা প্রয়োজন নেই। নির্বাচন পরিচালনা বিধিমালায় এ প্রতীকটি নেই, সুতরাং দেয়ার সুযোগও নেই।’ এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক চাহিদা না দেয়, তাহলে নির্বাচন কমিশন নিজ সিদ্ধান্তে একটি প্রতীক নির্ধারণ করবে বলেও জানান সচিব।
গণভোট আয়োজনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘গণভোট হবে কিনা বা কবে হবে, সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। নির্বাচন কমিশনের ভূমিকা হবে তা বাস্তবায়ন করা। এখনো কমিশনের সামনে এ বিষয়ে কোনও বিষয় উপস্থাপিত হয়নি।’
আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সচিব বলেন, ‘নির্বাচনি মালামালসহ অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন। আমরা নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।’
এছাড়া, দেশি পর্যবেক্ষকদের তালিকা যাচাই-বাছাই চলছে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রম ইতোমধ্যে ১১টি দেশে চালু রয়েছে বলে জানান তিনি।
ইসি সচিব জানান, আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে। এই বৈঠকে নির্বাচনি নিরাপত্তা ও সহিংসতা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে।
প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ আসছে
তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চের প্রস্তুতি চলছে। এটি অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বলে আশা করছে কমিশন।