স্পিরিট পান করে চুয়াডাঙ্গায় ৬ জনের মৃত্যু, অসুস্থ ৩

নিজস্ব প্রতিবেদক (চুয়াডাঙ্গা), এবিসি নিউজ, (১৩ অক্টোবর) : চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে স্পিরিট পান করে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর শনিবার (১১ অক্টোবর) থেকে একে একে পাঁচজনের মৃত্যু হয়। রবিবার (১২ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। 

স্থানীয়দের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিলশ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

স্থানীয়দের অভিযোগ, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দেশি মদ বিক্রি চলছে। প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এ কে এম নাসিম উজ জামান বলেন, “অ্যালকোহলিক পয়জনিংয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরও কেউ অন্য রোগের কথা বলে ভর্তি হয়ে থাকতে পারেন।”

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের বলেন, “এ পর্যন্ত আমরা ছয়জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরও তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়েই তাদের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ