সব জিম্মি পৌঁছালে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৩ অক্টোবর) : গাজায় আটক সব জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।
জেরুজালেম থেকে এএফপি জানায়, রবিবার )১২ অক্টোবর) ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’
পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।