খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ ডিসেম্বর) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
এক্সে বাংলায় দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেন, ‘‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।’’
মনোয়ারুল হক/

