ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৯ নভেম্বর) : ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েভের অন্যান্য দখলকৃত অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে, ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এ প্রস্তাব পৌঁছে দেওয়ান জন্য মস্কোতে পাঠিয়েছেন।

ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ‘এটা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র ইউরোপের ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে।’

এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে।’

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে।

প্রাথমিকভাবে তৈরি ২৮ দফার শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং দুইটি পূর্ব দনবাস অঞ্চলের ‘প্রকৃত স্বীকৃতি’ দেওয়ার প্রস্তাব ছিল। এতে আরও প্রস্তাব ছিল, কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে, ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলের সীমান্তরেখার পেছনের জমিরও স্বীকৃতি দেওয়া হবে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ