এনসিপির অনাগ্রহে নতুন জোট নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ নভেম্বর) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের অনাগ্রহের কারণে বৃহস্পতিবার নুতন জোট আত্মপ্রকাশ করেনি। সমমনাদের নিয়ে এই রাজনৈতিক জোট গঠনের আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। তরুণদের নিয়ে গঠিত এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ বেশ কয়েকটি দলকে নিয়ে গতকাল জোট গঠনের চূড়ান্ত প্রস্তুতিও ছিল। এ ছাড়া জোটে গণঅধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি-রব) যুক্ত করার আলোচনা ছিল। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) প্ল্যাটফর্মটি জোটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। গতকাল বৃহস্পতিবার এই জোট আত্মপ্রকাশ করার কথা ছিল।

বুধবার রাতে এনসিপির নির্বাহী সভায় জোটের আত্মপ্রকাশ ইস্যুতে আলোচনা হয়। সভায় আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের অতীত পরিচয়কে কেন্দ্র করে এনসিপির কয়েকজন নেতা আপত্তি তোলেন। এ আপত্তি সম্ভাব্য জোটের অন্য শরিকদের জানানো হয়। এরপর স্থগিত করা হয় নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান।

এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন জোটের লাভ-লোকসান, সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে বিস্তর আলোচনা হয় বলে জানা গেছে। এনসিপির ৫১ সদস্যের নির্বাহী কমিটির নেতারা এই সভায় উপস্থিত ছিলেন। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বিশেষ করে ছাত্রশিবিরের সাবেক নেতাদের নিয়ে গঠিত ‘আপ বাংলাদেশ’ জোটে থাকার বিষয়ে এনসিপির একাধিক নেতা ‘নেতিবাচক’ মন্তব্য করেন। এ ক্ষেত্রে অনেকের যুক্তি ছিল, রাজনৈতিক দল না হয়ে শুধু একটি ‘প্ল্যাটফর্ম’ দিয়ে নির্বাচনি জোটসঙ্গী হতে পারে কি না। বলা হয়, আপ বাংলাদেশ এখনো একটি প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক দল নয়।
এর ফলে গতকাল বৃহস্পতিবার শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নতুন জোটের আত্মপ্রকাশের যে বৈঠকের কথা ছিল, সেটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, আলোচনা এখনো চলমান আছে এবং কিছুটা দেরি হলেও তারা জোট গঠনে আশাবাদী।

দলীয় বৈঠকে আলোচনার বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জোটের আলোচনা হতে পারে। কোনো সংগঠনের (আপ বাংলাদেশ) সঙ্গে নয়। সময় রয়েছে- ডিসেম্বরের প্রথম দিকে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, বিষয়টি আমাদের দলীয় ফোরামে আলোচিত হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে। কয়েকটি বিষয়ে দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে এবি পার্টির সহদপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু সাংবাদিকদের জানান, নতুন জোট নিয়ে নির্ধারিত বৈঠক হঠাৎ মাঝরাতে স্থগিত করা হয়েছে। আমাদের শরিকদের ভেতরে কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে। এনসিপির নেতারা ‘আপ বাংলাদেশ’ নিয়ে এখনো সিদ্ধান্তে আসেননি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ