‘মনের মানুষকে না করতে পারিনি’ : তনুশ্রী চক্রবর্তী

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর) : কথা ছিল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে যাবেন, সেখানে ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে সময় কাটাবেন। কিন্তু ঘটল তারচেয়েও বেশি কিছু। একেবারে সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা। অনেকটাই চমকে দিলেন ভক্ত-অনুরাগীদের। বলা হচ্ছে, ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর কথা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভালোবাসার মানুষ সুজিত বসুর গলায় বরমালা পরিয়ে দেন তনুশ্রী। পেশায় আইটি ইঞ্জিনিয়ার সুজিত, থাকেন আটলান্টায়। দীর্ঘ ২৮ বছর ধরে থাকছেন সেখানে। শুক্রবার সকালে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার সঙ্গে সুজিতের আলাপ এক বন্ধুর মাধ্যমে। মাত্র ৫ মাসের আলাপেই একে অপরকে ভালো লেগে যায়। বুঝতে পারি, একে অপরের ওপর নির্ভর করছি, ভালোবাসছি। তবে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। আমি সুজিতের সঙ্গে লাস ভেগাসে ঘুরতে গিয়েছিলাম। ও-ই আমাকে বিয়ের প্রস্তাব দেয়, রাজি না হওয়ার কোনো কারণ তো ছিল না। মনের মতো মানুষ পেয়েছি, যে কারণে না করতে পারিনি।

তিনি আরও বলেন, তবে গোটা বিষয়টা এতটাই আচমকা হয়েছে যে কোনো তোড়জোড়ের সময় পাইনি। আমার পরিবার ও উপস্থিত থাকতে পারেননি। প্রেমপর্বের প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বিয়ে করব। তবে দেশে ফিরে বিয়ে করারই প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ যে এই আয়োজন হবে, বিয়ে করে নেব… এটা এখনো ভাবতেই পারছি না। ভীষণ ভালোভাবে, খুব কম মানুষজন নিয়ে, কিন্তু ভীষণ ভালোবাসায় বিয়েটা করেছি।

দেশে ফিরে কোনো আয়োজনের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে তনুশ্রীর জবাব, এই তো কাল বিয়ে হলো। এখনও লাস ভেগাসেই রয়েছি। সত্যিই কোনো পরিকল্পনা করতে পারিনি এখনো।

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত ‘ডিপ ফ্রিজ’ ছবিটি। এতে তনুশ্রীর অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছে। ছবিটির প্রচারণার সময় তাকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ সরব ছিলেন নায়িকা।

আপাতত বিয়ের খবরে অন্তর্জালে শুভেচ্ছাবার্তায় ভাসছেন তনুশ্রী।

সূত্র: এবিপি আনন্দ

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ