নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৯ অক্টোবর) : নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বুধবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম পাঠানো এক বার্তায় জানানো হয়, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ