বাংলাদেশি পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় ৪ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক (নোয়াখালীর), এবিসিনিউজবিডি, (২৩ নভেম্বর) : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশি পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় চার চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— একটি চক্র মায়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য আনার বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট ও অন্যান্য পণ্য পাচারের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর ভোর ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া থানার কালাদুর বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিংবোটকে থামার সংকেত দিলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঢালচর বিআইডব্লিউটিএ পল্টুনের কাছে বোটটি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে পালানোর চেষ্টা করলে অভিযানের দল নদী থেকে জীবিত চার চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেট কোমল পানীয় (টাইগার) মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করছিল।

জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ