সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ নভেম্বর) : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি সেনা কুঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেনা কুঞ্জে পৌঁছান।
খালেদা জিয়ার সঙ্গে গাড়ি বহরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার বোন সৈয়দা শামিলা রহমান, ছোট ভাইয়ে স্ত্রী নাসরিন সাঈদ ইস্কান্দার। এছাড়া স্থায়ী কমিটির অন্য সদস্যরাও অংশ নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সেনা কুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। সেদিন খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান।
মনোয়ারুল হক/
