পাকিস্তানকে উড়িয়ে জ্যোতিদের বিশ্বকাপ শুরু

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (৩ অক্টোবর) : আইসিসির ফেসবুক পেজে তোলপাড় চলছে মারুফা আক্তারের দুটি ডেলিভারি নিয়ে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ভিডিও দিয়ে তুলনা করা হয়েছে তাঁর দুটি ইনসুইংগারের সঙ্গে। কাকতালীয়ভাবে উত্তরের জেলা নীলফামারীর মেয়ে মারুফার প্রিয় বোলার স্টার্ক। এই দুই ডেলিভারিতে প্রথম ওভারেই পরপর দুই উইকেট নিয়ে ম্যাচের সুর বেঁধে দেন মারুফা। ডানহাতি এ পেসারের দেখানো পথে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেন বাংলাদেশের মেয়েরা। এ রান তাড়া করতে নেমে দারুণ এক হাফ সেঞ্চুরি করেন রুবাইয়া হায়দার ঝিলিক। ওয়ানডে অভিষেকে তাঁর অপরাজিত ইনিংসে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওই দুই ডেলিভারির জন্য ম্যাচসেরা হয়েছেন মারুফা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পুরস্কার তুলে দেওয়ার পরই সঞ্চালক ওই দুই ডেলিভারি নিয়ে জানতে চান মারুফার কাছে। তাঁর সপ্রতিভ উত্তর, ‘এমনিতে আমি ভালোই সুইং পাই। আজ (গতকাল) প্রথম বলেই বেশ ভালো সুইং হয়। বুঝতে পারি ভালো কিছু করা সম্ভব। তখন আমি লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে থাকি। এতেই কাজ হয়।’ শুধু দারুণ বোলিংই নয়, অসাধারণ একটি ক্যাচও ধরেছেন তিনি। অবাক বিষয় হলো, শুরুতে নাকি বুঝতে পারেননি বলটি ঠিক কোন দিক দিয়ে আসছে। তার পরও ঝাঁপিয়ে পড়ে লুফে নেন। এই পারফরম্যান্সের জন্য মারুফা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সতীর্থ শোবহানা মুস্তারির প্রতি, ‘দলের সবাই আমাকে সমর্থন করে। তবে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই শোবহানা মুস্তারিকে। সে আমাকে সব সময় উৎসাহ দেয়। সব সময় বলে, তুমি খুব ভালো বোলিং করো; অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। সে সঙ্গে আমাদের দলের কম্পিউটার অ্যানালিস্টকেও ধন্যবাদ দিতে চাই। দুই মাস আগে তিনি বলেছিলেন, বিশ্বকাপে আমি ভালো করতে পারব। আর আত্মবিশ্বাস তো ছিলই।’

দারুণ এ জয়ের পর টস হারাকে শাপেবর হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আমার মনে হয়, টসে হেরে যাওয়াটা ভালো হয়েছে। কারণ, আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। আর ফিল্ডিংয়ে নামার পর আমি মেয়েদের বলে দিয়েছিলাম, পাওয়ার প্লেতে আমাদের উইকেট লাগবে।’ সেই কাজটা করার জন্য পেসার মারুফার প্রশংসা করেছেন তিনি, ‘বয়স কম হলেও মারুফা বেশ পরিণত ক্রিকেটার।

নিজের কাজটা সে খুব ভালোমতো বোঝে এবং সে ভীষণ আত্মবিশ্বাসী। আজ সে যা করে দেখিয়েছে, এককথায় দুর্দান্ত। আর প্রথম ইনিংসের পরই আমরা নিজেদের বলেছি যে স্বাভাবিক খেলাটা খেললেই হবে। অভিষেক ম্যাচে ঝিলিক দারুণ ব্যাটিং করেছে।’

রান তাড়ার শুরুতে অবশ্য খানিকটা শঙ্কা জেগেছিল। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে মাত্র ২৩ রান তোলে বাংলাদেশ। ওপেনার ফারজানা হক ১৭ বলে মাত্র ২ রান করে এলবি হয়ে যান। এরপর ১২তম ওভারে শারমিন ফিরে গেলে শঙ্কা আরও বেড়ে গিয়েছিল। অবশ্য এর পরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার ঝিলিকের সঙ্গে অধিনায়ক জ্যোতি যোগ দিয়ে বেশ দাপটের সঙ্গে রান তুলতে থাকেন। ১৫তম ওভারে একটি চার মেরে আড়মোড়া ভাঙেন জ্যোতি। পরের ওভারে অফস্পিনার রামিন শামিমকে দুটি বাউন্ডারি মারেন। এরপর বাঁহাতি স্পিনার নাশরা সান্ধুর এক ওভারে তিনটি চার মেরে পাকিস্তানের জয়ের আশা শেষ করে দেন ঝিলিক। দলীয় ৯৭ রানে জ্যোতি আউট হলেও বাংলাদেশকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ঝিলিক ও শোবহানা মুস্তারি দ্রুত রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ঝিলিক ৭৭ বলে ৫৪ ও মুস্তারি ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে বোলিংয়ে বাংলাদেশকে সুন্দর সূচনা এনে দেন মারুফা। প্রথম ওভারের শেষ দুটি বলে তিনি ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন। এরপর শুরু হয় বাংলাদেশের স্পিনারদের দাপট। আলাদা করে বলতে হবে লেগস্পিনার স্বর্ণা আক্তারের কথা। ৩.৩ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি, এর মধ্যে ৩ ওভার মেডেন। এ ছাড়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার পেয়েছেন ২টি উইকেট।

গত বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়ে ছিল বাংলাদেশ। এবার বিশ্বকাপ যাত্রার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্যের কথা বলেছিলেন অধিনায়ক জ্যোতি। প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। ২০ অক্টোবর মুম্বাইয়ে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ। আর ৭ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ