সৌদি বিনিয়োগের ট্রাম্পের ভূয়সী প্রশংসা, ইরানে মার্কিন হামলায় সহায়তার কথা স্বীকার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৯ নভেম্বর) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) মধ্যে আজ মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশাল অংকের অর্থনৈতিক বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের অর্থনৈতিক প্রতিশ্রুতি এবং ইরান নীতির ক্ষেত্রে তাদের সমর্থনের জন্য ভূয়সী প্রশংসা করেন।
৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে এই বিনিয়োগের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারেও পৌঁছাতে পারে, তবে এর জন্য তাকে যুবরাজকে ‘‘আরও রাজি করাতে হবে’’।
প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন যে এই বিনিয়োগের লক্ষ্য হবে মার্কিন ভূখণ্ডে নতুন কারখানা স্থাপন, ওয়াল স্ট্রিটে বিনিয়োগ এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান তৈরি করা।
ইরান নীতি এবং অভিন্ন অবস্থানের দাবি
আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে দাবি করেন যে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ‘‘প্রতিটি ইস্যুতে সবসময় একই দিকে’’ রয়েছে।
এই প্রসঙ্গে ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার জন্য সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে এই হামলা চালানোর অনুমতি দিয়েছে, যা দুই দেশের কৌশলগত জোটের গভীরতাকে তুলে ধরে।
এই মন্তব্যটি এমন এক সময়ে এলো, যখন দুটি দেশই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে চরম উদ্বেগে রয়েছে এবং তাদের ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার যুবরাজের
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আবারও অস্বীকার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
তিনি বলেছেন, হত্যার নির্দেশ তিনি দেননি এবং ঘটনাটিকে তিনি আখ্যা দেন “একটি বিশাল, বেদনাদায়ক ভুল” হিসেবে। পাশাপাশি যুবরাজ দাবি করেন, রিয়াদ এই ঘটনার তদন্তে “সঠিক সব পদক্ষেপই” নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা “কখনোই যেন না ঘটে তা নিশ্চিত করতে কাজ চলছে”।
সূত্র: আল জাজিরা
