পুরনো নীতি পাশ কাটিয়ে সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ নভেম্বর) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিচ্ছেন। আরব দেশগুলোর কাছে উন্নত অস্ত্র হস্তান্তর বিষয়ে ওয়াশিংটনের এত দিনের নীতি থেকে এটি একধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় তুরকের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই ঘোষণা দেন। এর মাত্র এক দিন পর, অর্থাৎ মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স বা যুবরাজ মুহাম্মদ বিন সালমান (এমবিএস) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এফ-৩৫ বিক্রি করব।’ এ সময় তিনি ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের প্রশংসা করেন। তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি এটি করতে যাচ্ছি। তারা কিনতে চায়। তারা দুর্দান্ত মিত্র।’
এর আগে গত শুক্রবার তিনি জানান, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, তিনি সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির দিকে ঝুঁকছেন।
অন্যদিকে ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরকালে ট্রাম্প ও তিনি এফ-৩৫ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন।
এছাড়া সফরে আরও অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিও হতে পারে, যার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে।
