হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ নভেম্বর) : মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই রায়ের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে বলেও এ সময় জানান তিনি।
সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে আইন উপদেষ্টা এ সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হবে।
এদিন বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনে দায়ী ছিল, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, আজ জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। যারা জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন, তাদের কথা আজ বিশেষভাবে মনে পড়ছে। এই রায়ের মধ্য দিয়ে তারা সামান্য হলেও শান্তি পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত না।’
আ্ইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে তাদের বিচার হলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ার কথা।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের জন্য ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা হবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও নিন্দনীয় আচরণ। আজ একটা বিচার হয়েছে। বাকিগুলো পূর্ণ বেগে চলবে।’
