প্রতীক ছাড়াই এনসিপির নিবন্ধন নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১ অক্টোবর) : প্রাথমিক শর্ত পূরণ করায় দুটি রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ—নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া নতুন রাজনৈতিক দল এনসিপির নিবন্ধন চূড়ান্ত হলেও এখনো তাদের কোনো প্রতীক বরাদ্দ করা হয়নি। তবে ইসি জানিয়েছে, প্রতীক বরাদ্দের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে।

এর আগে দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছিল এনসিপি। কিন্তু গত সপ্তাহে রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত যে গেজেট প্রকাশ করেছে ইসি, সেখানে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত ছিল না। ফলে নিবন্ধন নিশ্চিত হলেও প্রতীক এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এনসিপি ও জাতীয় লীগের নিবন্ধন নিশ্চিত হলেও আরও তিনটি দলের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এই তিনটি দল হলো—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।

এছাড়া আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ—এই নয়টি দলের বিষয়ে আরও তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

অন্যদিকে, দ্বিতীয় ধাপের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টিসহ সাতটি দলের নিবন্ধন আবেদন বাতিল করেছে কমিশন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দল চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ