হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়লেন এমবাপ্পে
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১ অক্টোবর) : রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও ক্লাবের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দিলেন।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে কাজাখ ক্লাব কাইরাত আলমাতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। আলমাতিতে ম্যাচের শেষ দিকে ৪-০ গোলে এগিয়ে ছিল রিয়াল, আর দলের প্রথম তিনটি গোলই আসে এমবাপের পা থেকে। পরে এদুয়ার্দো কামাভিঙ্গা যোগ করেন চতুর্থ গোল।
কিন্তু আসল ইতিহাস গড়েন এমবাপে প্রথম গোলেই। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা জানায়, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি এক মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলের প্রথম তিনটি গোল করেছেন। দুই সপ্তাহ আগে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে।
খেলার শুরুতেই প্রায় অবিশ্বাস্য এক সুযোগ পেয়েছিল কাইরাত। ম্যাচের প্রথম ১৫ সেকেন্ডে দাস্তান সাতপায়েভের হেড ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোল হলে ম্যাচের মোড় অন্যরকম হতে পারত।
তবে ২৬ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে ফাউল করায় রেফারি স্পট কিক দেন, যা নিখুঁতভাবে রূপান্তর করেন ফরাসি তারকা। এ ছিল মৌসুমে তার ১১তম গোল।
দ্বিতীয়ার্ধে এমবাপে আরও ভয়ংকর হয়ে ওঠেন। ৫২ মিনিটে কোর্তোয়ার লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে গোল করেন তিনি। সাত মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করলেও ৬৮ মিনিটে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
শেষ সময়ে রিয়ালের বদলি খেলোয়াড়রা দারুণ অবদান রাখেন। ৮৩ মিনিটে রদ্রিগোর ক্রসে হেড করে গোল করেন কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে গনসালো গার্সিয়ার পাস থেকে ব্রাহিম দিয়াজের নিখুঁত শটে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় পায় রিয়াল।