স্কুলশিক্ষিকা চরিত্রে পর্দায় আসছেন জাহ্নবী কাপুর

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১ অক্টোবর) : বর্তমানে হিন্দি সিনেমার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে জাহ্নবী কাপুর অন্যতম। একের পর এক বড় পর্দায় কাজ করে যাচ্ছেন শ্রীদেবীকন্যা। সামনে এই নায়িকার নতুন আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ২ অক্টোবর জাহ্নবী অভিনীত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।

এটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান এবং প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন। সম্প্রতি এ দুই তারকা সিনেমায় তাদের চরিত্র এবং কাজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। ছবিতে জাহ্নবীকে দেখা যাবে তুলসী কুমারী চরিত্রে, যিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী একজন স্কুলশিক্ষিকা।

নিজের চরিত্রকে তিনি কিছুটা ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তুলসী কিছুটা অদ্ভুত স্বভাবের। এক সময় তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন, যা চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তোলে।’

অন্যদিকে, বরুণ ধাওয়ানকে সানি সংস্কারী চরিত্রে দেখা যাবে। অভিনেতা শুটিংয়ের একটি ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘পুরো কাস্ট নিয়ে এক সঙ্গে কাজ করার সময় আমরা বাচ্চাদের মতো মজা করতাম। ছবিতে আমি, জাহ্নবী, রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা এক সঙ্গে কাজ করেছি। আমরা খুব মজা করে কাজ করেছি। বিশেষ করে একটি বাগানের দৃশ্যে আমাদের হাসি থামানোই কঠিন হয়ে পড়েছিল। আমার মনে হয়, পুরো কাস্ট যখন এক সঙ্গে থাকে তখন অনেক আনন্দ করে কাজ করা হয়।’

ছবিটিতে সানিয়া, রোহিত, মনীশ পাল এবং অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। আশা করা হচ্ছে, তারকাবহুল অভিনেতা ও বিনোদনধর্মী গল্পের সিনেমাটি এই উৎসবের মৌসুমে দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ