জাপার হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে সরকার: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ নভেম্বর) : অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে হাত পা বেধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (১৫ নভম্বের) বিকেলে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তিনি এ কথা বলেন৷
জি এম কাদের বলেন, ‘আশঙ্কা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে, মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না। অবস্থাদৃষ্টে ধারনা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছেন।’
জাতীয় পার্টি যাতে নির্বাচনে স্বাভাবিক পরিবেশ না পায় অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে সচেষ্ট রয়েছেন বলে অভিযোগ করেন জি এম কাদের।
তিনি বলেন, একইসঙ্গে জাতীয় পার্টি যাতে সরকারি দল ও সরকারের পছন্দের দলগুলোর জয়লাভে কোনো ঝুঁকি তৈরি করতে না পারে সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। জাতীয় পার্টির কার্যক্রম স্থবির করতে সরকারের মদতে সারা দেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা করা হচ্ছে। একাধিক মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যানসহ অনেক জেষ্ঠ্য নেতাদের বিরুদ্ধে।
প্রচলিত আইনের অপপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন-নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না বলে সরকারকে সতর্ক করে দেন জি এম কাদের।
