পুঁজিবাদী সাম্রাজ্যবাদী উন্নয়ন দেশে দেশে গণহত্যা চালাচ্ছে: সিরাজুল ইসলাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ নভেম্বর) : ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এখন যে উন্নয়ন চলছে, তার লক্ষ্য পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফা অর্জন করা। এতে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী উন্নয়ন দেশে দেশে গণহত্যা চালাচ্ছে। তাই পুঁজিবাদী উন্নয়ন ও বুর্জোয়াদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ লড়াই একা করা যাবে না। এ লড়াইয়ে ঐক্য দরকার। সামাজিক বিপ্লব ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশ তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে। তবে তারা দুই ধারার রাজনীতি করে। একটি হলো বুর্জোয়া ধারা, অন্যটি সমাজ বিপ্লবীদের ধারা। এর বাইরে আছে, ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের রাজনীতি। এরাও বুর্জোয়া রাজনীতির অংশ। তারা ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে বিপ্লবী ও সামাজিক মালিকানার ধারায় বিশ্বাসী রাজনীতি প্রতিষ্ঠা করতে পারিনি। তাকে প্রধান করে তুলতে পারিনি।
