প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ নভেম্বর) : সংসদ নির্বাচন ও  গণভোট একই দিনে অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে  বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টাকে এই ধন্যবাদ দেওয়া হয়।

বৈঠক শেষে রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনঃর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, একই সঙ্গে সভায় গত ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় বলে জানান মির্জা ফখরুল।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৭টার দিকে এই বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় রাত ১০টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডএম জাহিদ হোসেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ