নির্বাচনে খেলবেন আপনারা, আমরা নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই: সিইসি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচনে খেলবেন আপনারা, আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকতে চাই।’ তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের সহযোগিতা ছাড়া নির্বাচনের খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আমরা চাই সবাই মিলে একটি ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে।’
তিনি আরও বলেন, ‘আপনারা কিছু মনে করবেন না। নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা নিবন্ধন পেয়েছেন, তাদের সবাইকে আমরা সমানভাবে দেখি। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে— সব সময়েই আপনাদের সহযোগিতা দরকার। নির্বাচন কমিশনের কাঁধে এখন অতিরিক্ত দায়িত্ব এসেছে। এই দায়িত্ব সফলভাবে পালন করতে হলে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা দরকার।’
নিষিদ্ধ পোস্টার সরাতে কঠোর হুঁশিয়ারি
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর সতর্কতা জানিয়ে সিইসি বলেন, ‘এখনই পোস্টারে ছেয়ে গেছে ঢাকা শহর। অথচ আমরা এটা নিষিদ্ধ করেছি। যারা পোস্টার লাগিয়েছেন, তারা নিজেরাই এখনই সরিয়ে ফেলবেন— এটাই হবে ভদ্র আচরণ। যে দল এটি করবে না, আমরা ধরে নেব তাদের নিয়ত ঠিক নেই। বিধি ভাঙলে আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।’
তিনি আরও বলেন, দলগুলোকে নিজ উদ্যোগে পোস্টার সরাতে হবে। অন্যথায় নির্বাচন কমিশন কোনোভাবেই সহ্য করবে না। আমরা কঠোর পদক্ষেপ নেব।
নিরাপত্তা ইস্যুতে কড়া বার্তা
নিরাপত্তা ইস্যুতে সিইসি নাসির উদ্দিন বলেন, নিরাপত্তা নিয়ে সংকট রয়েছে। বিগত দিনের ঘটনাগুলো বিবেচনায় নিতে হবে। কিছু দল নিজেদের কর্তৃত্ব ও অস্তিত্ব বজায় রাখতে সন্ত্রাসীদের ব্যবহার করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ এখনো পুরোপুরি নেওয়া হয়নি। তাই তফসিল ঘোষণার পূর্বেই নিরাপত্তা জোরদারে অভিযান চালাতে হবে।
সংলাপে অংশগ্রহণকারী দলগুলো
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেয় ছয়টি রাজনৈতিক দল— বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এবং এনপিপি। এরপর বিকেলেও আরও ছয়টি দলের সঙ্গে বৈঠকে করবে নির্বাচন কমিশন।
