থমথমে ঢাবি, ক্লাস চললেও শিক্ষার্থী কম

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বেশিরভাগ বিভাগে নিয়মিত ক্লাস চলছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফতরিকভাবে ছুটি ঘোষণা না করায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেশিরভাগ বিভাগে ক্লাস চলমান থাকলেও বেশ কিছু বিভাগে ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, মৎসবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগে ক্লাস স্থগিত করা হয়েছে।

নৃতত্ত্ব বিভাগে অফলাইন ক্লাসের পরিবর্তে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইতিহাস বিভাগে একটি ব্যাচের মিডটার্ম পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাফি বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণের আমাদের চলমান মিডটার্ম পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে।”

যেসব বিভাগে ক্লাস অব্যাহত আছে সেসব বিভাগেও ক্লাসে বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি বলেও জানা গেছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল জানান, তাদের বিভাগের মোট উপস্থিতির শতকরা ৩০-৪০ ভাগ শিক্ষার্থী আজ উপস্থিত হয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারের দাবিতে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সকাল ৭টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করে তারা৷ এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান।

অন্যদিকে, ছাত্রদল দিনভর বিভিন্ন স্পটে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই নিরাপত্তার শঙ্কায় ক্যাম্পাসে আসছেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ