হলিউডে না ফেরার সিদ্ধান্ত নিকোল কিডম্যানের!
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর) : প্রায় দুই দশক সংসার করার পর এ বছরের ৩০ সেপ্টেম্বর স্বামী কিথ আরবানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন অস্কারজয়ী হলিউড তারকা নিকোল কিডম্যান। যদিও তাদের বিচ্ছেদকে ঘিরে প্রতারণার অভিযোগও ওঠে। এবার জানা গেল, অভিনেত্রীর নাকি এখন হলিউডে ফিরে আসারও কোনো পরিকল্পনা নেই। ২০০৬ সালের জুনে পপ-রক তারকা কিথ আরবানকে বিয়ে করেছিলেন কিডম্যান।
রব শুটার-এর এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, কিডম্যান টিনসেলটাউনে ফিরে না গিয়ে টেনেসির ন্যাশভিলেই থাকতে চান। বিচ্ছেদের আগে কিডম্যান ও আরবান তাদের দুই মেয়েকে নিয়ে ন্যাশভিলের বাড়িতেই থাকতেন। পেজ সিক্স-এর প্রতিবেদন অনুযায়ী, কিডম্যান এখনও সেই বিশাল বাড়িতেই থাকছেন। তবে আরবান ইতোমধ্যেই অন্যত্র চলে গেছেন।
একটি সূত্র থেকে জানা যায়, এই ‘বেবিগার্ল’ তারকা বর্তমানে ন্যাশভিলের জীবনযাপন বেশ উপভোগ করছেন। তিনি প্রতিদিন সকালে পাইলেটস করেন, বান্ধবীদের সঙ্গে ডিনারে যান এবং দাতব্য নিলামে অংশ নেন। অভ্যন্তরীণ সূত্রের ভাষায়, “তিনি এখন তার মনের শান্তি এবং নিজের শেকড় খুঁজে পেয়েছেন বলে মনে করেন।”
কিডম্যান যেমন হলিউড থেকে দূরে নিজের জীবন উপভোগ করছেন, তেমনি গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী কিথ আরবানও তার জীবনে পরিবর্তন আনছেন। জানা গেছে, তিনি ন্যাশভিলের বাড়ি ছেড়ে শহরে নিজের পুরনো বাড়িতে থাকতে শুরু করেছেন। এমনকি এই মিউজিশিয়ানের অন্য কারো সঙ্গে নতুন সম্পর্ক গড়ে ওঠা নিয়েও জোর গুঞ্জন চলছে।
এদিকে, অস্কারজয়ী এই তারকা এখন নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি বিভিন্ন তহবিল সংগ্রহ কার্যক্রম, ফ্যাশন ইভেন্ট এবং সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। সূত্রের দাবি, এ কাজগুলোর মাধ্যমে কিডম্যান এখন শান্তি খুঁজে পাচ্ছেন। তবে বিচ্ছেদ হলেও কিথ আরবানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। উল্লেখ্য, প্রাক্তন এই দম্পতির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।
