ট্রাম্পের বিমান ঘাঁটিতে ‘সন্দেহজনক প্যাকেট’, অসুস্থ একাধিক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ নভেম্বর) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানঘাঁটি হিসেবে পরিচিত ‘এয়ার ফোর্স ওয়ান’-এর কার্যক্রম পরিচালনা কেন্দ্রের ঠিকানায় একটি ‘সন্দেহজনক প্যাকেট’ পৌঁছানোর পর একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়াশিংটন ডিসির কাছে মেরিল্যান্ডে অবস্থিত জয়েন্ট বেজ অ্যান্ড্রুজের এক মুখপাত্র জানিয়েছেন, প্যাকেটটি যে ভবনে খোলা হয়েছিল, সেটি এরই মধ্যে পুরোপুরি খালি করা হয়েছে। অসুস্থ ব্যক্তিদেরও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের ম্যালকম গ্রোভ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের স্থিতিশীল অবস্থায় পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, প্যাকেটটির ভেতরে একধরনের সাদা গুঁড়ো পদার্থ পাওয়া গেছে। সেটি কী তা জানা যায়নি। এ ছাড়া প্যাকেটটিতে ‘রাজনৈতিক প্রচারণামূলক’ উপাদান ছিল। এক সূত্র জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

ওই বিমানঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ এবং সংশ্লিষ্ট উড়োজাহাজগুলো রাখা হয়। সেখান থেকেই সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজ সফর শুরু করেন। ঘাঁটির মুখপাত্র বলেন, প্যাকেটটি যে ভবনে খোলা হয়েছিল, সেই ভবন এবং তার সংলগ্ন ভবনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এরই মধ্যে খালি করা হয়েছে এবং পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। প্রসঙ্গত, প্যাকেটটি যে ভবনে খোলা হয়েছিল, সেটি এয়ার ন্যাশনাল গার্ড রেডিনেস সেন্টারের ভবন ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি আরও জানান, জরুরি সেবাবিষয়ক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছেন যে তাৎক্ষণিক কোনো হুমকি নেই। ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় কোনো বিপজ্জনক পদার্থ শনাক্ত হয়নি।

তদন্তকারীরা ওই প্যাকেটের ভেতরে থাকা রাজনৈতিক প্রপাগান্ডার উপকরণগুলো পর্যালোচনা করছেন। যারা পার্সেলের কাছে ছিলেন এবং অসুস্থ হয়েছেন, তাদের অসুস্থতার ধরন ও মাত্রা এখনো স্পষ্ট নয়। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ