যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৪ সেপ্টেম্বর) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে। সদস্য রাষ্ট্র হিসেবে বারবার শর্ত ভঙ্গ ও কাঠামোগত সংস্কার না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জুলাইয়ে সুষ্ঠু নির্বাচন ও সংস্কার কার্যকর করার জন্য আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তিন মাস সময় দিয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোর্ড সভায় সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়, কার্যকর শাসন কাঠামো না থাকা, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (USOPC) স্বীকৃতি না পাওয়া এবং ক্রিকেটের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পুরুষ ও নারী জাতীয় দল আইসিসির সব ইভেন্টে অংশ নিতে পারবে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও তারা হোস্ট হিসেবে ক্রিকেটে অংশ নেবে। এ সময় যুক্তরাষ্ট্র ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রম তদারকি করবে আইসিসির নিযুক্ত স্বাভাবিকীকরণ কমিটি।

গত বছরও যুক্তরাষ্ট্র ক্রিকেটকে সতর্ক করেছিল আইসিসি। তারপরও কো-হোস্ট হিসেবে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এবং মেজর লিগ ক্রিকেট আয়োজন করে দেশটি আলোচনায় এলেও অভ্যন্তরীণ সংকট ক্রিকেটের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ