চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেনের জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ নভেম্বর) : বাংলাদেশের চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেনের আজ জন্মদিন। ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার মেলান্দহে জন্মগ্রহণ করেন এই শক্তিমান অভিনেতা। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রে মুকুটহীন নবাব উপাধি পান। ২০১৩ সালে এই গুণী অভিনেতা ইহলোক ত্যাগ করেন।

এক জীবনে তিনি কাচের দেয়াল, বন্ধন, রাজা সন্ন্যাসী, নবাব সিরাজউদ্দৌলা, অপরাজেয়, সাত ভাই চম্পা, জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, রংবাজ, ধীরে বহে মেঘনা, লাঠিয়াল, পালঙ্ক, রূপালী সৈকতে, নয়নমনি, কুয়াশা, নাগরদোলা, গোলাপী এখন ট্রেনে, সূর্য সংগ্রাম, বড় ভালো লোক ছিল, ভাত দে-সহ দুইশো পঞ্চাশের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজীবন সম্মাননা এবং একুশে পদকসহ অসংখ্য পুরস্কার।

চ্যানেল আই এই শক্তিমান অভিনেতার জন্মদিন স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে দুপুর ১টা ০৫ মিনিটে এবং সিনেমার গানে আনোয়ার হোসেন অভিনীত চলচ্চিত্রের গান। ৩টা ০৫ মিনিটে প্রচারিত হবে আনোয়ার হোসেন অভিনীত চলচ্চিত্র বিনিময়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুভাষ দত্ত। আনোয়ার হোসেন ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী ও উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ