নিউ জার্সির প্রথম নারী গভর্নর হলেন মিকি শেরিল
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৫ নভেম্বর) : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর পদের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল জয় পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে ভোটে হারিয়ে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
গভর্নর নির্বাচনে জয়লাভের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিকি শেরিল।
সামাজিক যোগাযোগমাধ্য এক্স -এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘নিউ জার্সি এই মহান অঙ্গরাজ্যের ৫৭তম গভর্নর হওয়ার জন্য আপনাদের আস্থা অর্জন করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান।’
চার মেয়াদের মার্কিন কংগ্রেস সদস্য শেরিল আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আমি আপনাদের কথা শুনবো, সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেবো।’
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্কবাসী। ৩৪ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইনপ্রণেতা জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।
নির্বাচনে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া।
এদিকে, ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন। এই নির্বাচনকে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জনপ্রিয়তার এক গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে, যেখানে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে।
বিবিসি, ইউএস টুডে সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।
এই জয় ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক সংকেত, যারা সারা দেশে একের পর এক নির্বাচনে জয়ের মাধ্যমে আগামী বছরের ভোটের আগে গতি সঞ্চার করতে চায়।
