ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিলেন নোবেলজয়ী মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ নভেম্বর) : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির বিরোধী নেতা ও শান্তিতে নোবেলজয়ী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। তার এই মন্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গকে মাচাদো বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মাদুরো সরকারের পতনে সহায়তা করতে পারে।” তিনি আরও বলেন, “এখন যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটিই একমাত্র উপায় মাদুরোকে বোঝানোর যে তার পদত্যাগের সময় এসেছে।”

মাচাদো অভিযোগ করেন, মাদুরো গত বছরের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি জানান, ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী এডমুন্ডো গনসালেজ উররুতিয়া জয়ী হয়েছিলেন, কিন্তু মাদুরো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। মাচাদো বলেন, “এটি কোনো রেজিম পরিবর্তন নয়, বরং জনগণের ইচ্ছা কার্যকর করার প্রক্রিয়া।”

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার উপকূলে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে।

অন্যদিকে, মাদুরো অভিযোগ করেছেন, মাচাদো যুক্তরাষ্ট্রের অর্থায়নে ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা করছেন এবং হস্তক্ষেপের মুখপাত্র হিসেবে কাজ করছেন।

রাশিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। কারাকাসের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা এবং এক ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ