ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২২ সেপ্টেম্বর) : গাজার সাবরা পাড়ায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান এই হামলা চালায়। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবরা পাড়ায় ইসরায়েলি ট্যাঙ্ক আগস্টের শেষ থেকে অবস্থান করছিল। রোববার ভোরে কয়েকটি বাড়িতে বোমা হামলা চালানো হলে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৫০ জন আটকা থাকতে পারেন।

আহতদের উদ্ধারে স্থানীয়রা ও জরুরি সেবা কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্য চেয়েছেন। তাদের একজন সদস্য বলেন, আমরা ধ্বংসস্তূপের নিচে থেকে তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু ইসরায়েলি ড্রোনের গুলির কারণে তাদের কাছে পৌঁছাতে পারছি না। তিনি আরও বলেন, যখনই আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করি, ইসরায়েলি ড্রোন আমাদের ওপর গুলি চালায়।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন মা চিৎকার করে বলছেন, তিনি তার সব সন্তানকে হারিয়েছেন। সাবরার পাশাপাশি পশ্চিম গাজার শাতি শরণার্থী শিবির এবং তাল আল-হাওয়া এলাকাতেও তীব্র বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া, নাসর জেলার লাভাল টাওয়ার এবং তার পাশের একটি বাড়িতেও হামলা হয়েছে।

সূত্র- আল জাজিরা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ