“রাজনৈতিক দলের মন যুগিয়ে চলার নীতি বাদ দিতে হবে : মঞ্জু”

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২ নভেম্বর) : বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও আপ বাংলাদেশ-এই তিন দলের যৌথ আয়োজনে রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক‍্যের রাজনৈতিক চ‍্যালেঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, গণভোট ও সংবিধান আদেশ নিয়ে এখন যে বিতর্ক নতুন করে তৈরী হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। স্বল্প আস্থার সমাজে সংস্কার এবং নির্বাচনী জোট গণতান্ত্রিক ব‍্যবস্থা সমুন্নত করতে কতটুকু কাজ করবে তা প্রশ্ন সাপেক্ষ। বক্তারা আরও বলেন, সরকার শুরু থেকে জনগণ বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা না ভেবে, কখনও বিএনপি, কখনও জামায়াত, কখনও এনসিপির চাপে সিদ্ধান্ত বদল করেছে, বর্তমান সংকটের এটাও একটা বড় কারণ। কয়েকটি রাজনৈতিক দলের মন যুগিয়ে চলার নীতি বাদ দেওয়ার জন‍্য সরকারের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্র চিন্তক ও অর্থনীতিবিদ সেয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. মুশতাক হোসেন খান। বক্তব‍্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব) অধ্যাপক আব্দুল ওহাব মিনার, আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মো. হিজবুল্লাহ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ