সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের ২২ বস্তা নথি আবারও দুদকের অভিযানে জব্দ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ, ঢাকা (২১ সেপ্টেম্বর) : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের নথিপত্রের সন্ধানে ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের বাসা থেকে ২২ বস্তা নথিপত্র জব্দ করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে এ অভিযান চালান দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

ভোর সাড়ে ৪টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

তিনি জানান, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২২ বস্তা নথি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম দফায় ওই বাড়িতে অভিযান চালিয়েছিল দুদক। তবে অভিযানের আগেই নথিপত্র সরিয়ে নেওয়ায় শূন্য হাতে ফিরতে হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নথিপত্র গোপনে সরিয়ে ফেলা হয়েছে। সেই সূত্র ধরেই ফের অভিযান চালায় দুদক।

দুদক সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রীর দুই সহযোগী মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে জিজ্ঞাসাবাদে এ তথ্য মেলে যে, নথিপত্র ইলিয়াস তালুকদারের বাসায় লুকিয়ে রাখা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিচালক মো. মশিউর রহমান বলেন, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবেই এই অভিযান। হাতে আসা তথ্য–উপাত্ত নিয়ে আমরা কাজ করছি।

এদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গত বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ