দুর্নীতি করলে উপদেষ্টাদেরও বিচার হবে: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ অক্টোবর) : অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘অনেক উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এটা বিএনপি থেকে বলেছে, তাদের কাছে খতিয়ান আছে। উপদেষ্টারা যদি মনে করেন তারা বিচারের ঊর্ধ্বে, তাহলে ভুল করবেন। তাদেরও বিচার হবে।’
রবিবার (২৬ অক্টোবর) রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে। তবে কোন কোন উপদেষ্টার বিষয়ে আপত্তি আছে, তা কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে বলেনি। তবে এতে অস্বস্তিতে পড়েছেন উপদেষ্টাদের কেউ কেউ।
অন্তর্বর্তী সরকার এনজিওদের নিয়ে গঠিত উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘তাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নেই।’
দেশের রাজনীতিবিদের দুর্নীতি এবং দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাসিনা র-এর সাহায্যে, ভারত সরকারের সাহায্যে, সরকার গঠন করে। একজন রাজনীতিবিদকে বুঝতে হবে আগামী মাসে কী হবে, ছয় মাস পর কী হবে, দুই বছর পর কী হবে। যদি না বুঝতে পারেন, তার দ্বারা রাজনীতি হবে না। তার দ্বারা হবে চাঁদাবাজি।’
শেখ হাসিনার সমালোচনা করে অলি আহমদ বলেন, ‘জনগণের ওপর তার আস্থা ছিল না। আজ তাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাহলে আমাদের বন্ধু কী করে হতে পারে?’ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া রাজনীতিবিদদের বের করে দিতে সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানান অলি আহমদ।
সভাপতির বক্তব্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, ‘একাত্তরে বাংলাদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে। জুলাই ও আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, ফারজানা রশীদ ব্রাউনিয়া প্রমুখ।
