নিগারদের হারতে দিল না বৃষ্টি
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ অক্টোবর) : টানা ছয় হারে আগেই নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ দল। রবিবার (২৬ অক্টোবর) ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে তাই সান্ত্বনার জয়ের খোঁজে নেমেছিল টিম টাইগ্রেস। এই ম্যাচেই পরাজয় চোখ রাঙাচ্ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে এ যাত্রায় তাদের হারতে দিল না বৃষ্টি।
আকাশের কান্না মুম্বাইয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট ভাগাভাগির হওয়ার সুবাদে টেবিলের সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। হেরে গেলে থাকতে হত তলানীতে। ৮ দলের টেবিলের সবার নিচে অবস্থান করছে পাকিস্তানের মেয়েরা। তিন পরিত্যক্ত ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে তারা। বাংলাদেশের ৩ পয়েন্টের ২টি এসেছে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে।
দুই ধাপের বৃষ্টিতে ম্যাচের পরিধি নেমে আসে ২৭ ওভারে। অল্প ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানই করতে পারে বাংলাদেশ। বৃষ্টি আইনে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান, যা তাড়ায় বিনা উইকেটে ৫৭ রান করে ফেলে ভারত। এরপর ফের শুরু হয় বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয় ম্যাচটি।
বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে নারী বিশ্বকাপের লিগপর্বের খেলা শেষ হলো। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতকে নিয়ে সেমিফাইনাল পর্ব শুরু হবে আগামী বুধবার।
