চট্টগ্রামে ১৫০০ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৭ অক্টোবর) : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন একটি আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৫শ’ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, র্যাব ও পরিবেশ অধিদপ্তর।
রবিবার (২৬ অক্টোবর) বিকালে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন মিয়া নগর শাহাজালাল আবসিক এলাকার ৩নং গলিতে একটি পলিথিন কারখানায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় দুইজনকে আটক করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, ‘পলিথিন কারখানা থেকে ১৫শ’ কেজির বেশি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ আইনে বলা আছে, ব্যবহার্য পলিথিনের মাত্রা ৫৫ মাইক্রন। যে পলিথিন জব্দ করা হয়েছে তার মাত্রা ১০ মাইক্রনেরও কম। এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘ওই কারখানার মালিকের নাম নুরুল ইসলাম। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটিতে কর্মরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
