ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ অক্টোবর) : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্মসদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন।
বৈঠক নিয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি, সময়সূচি ও কমিশনের চূড়ান্ত সুপারিশ বিষয়ে জানতে এবং নিজেদের কিছু প্রস্তাব উপস্থাপন করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সূত্রগুলো আরও জানায়, এনসিপি এখনো জুলাই সনদে সই করেনি। দলটি কমিশনের চূড়ান্ত সুপারিশ ও বাস্তবায়ন কাঠামো পর্যালোচনা করার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এর আগে গত কয়েকদিন ধরে জুলাই সনদ বাস্তবায়নের খসড়া নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজই কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা ও সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।
জুলাই সনদ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার একটি প্রস্তাব, যা আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ঐকমত্য গঠনের রূপরেখা হিসেবে আলোচনায় এসেছে। জাতীয় ঐকমত্য কমিশন এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
তবে গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি এনসিপি। তবে ওইদিন বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪ সনদে সই করে। এছাড়া সেই অনুষ্ঠানে যোগ দিয়েও সই না করা গণফোরাম পরে জুলাই সনদে স্বাক্ষর করেছে।
