এনসিপি সরকার গঠন করা পর্যন্ত দলের সঙ্গে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ অক্টোবর) : জাতীয় নাগরিক পার্টির-এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ এনসিপির সরকার গঠন পর্যন্ত সঙ্গে থাকব।’
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলটির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখা এই সমন্বয় সভা আয়োজন করে।
পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় সূত্র নিশ্চিত করেছে, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, আমি দলের সঙ্গেই আছি এবং দলের সঙ্গেই থাকব ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই কাজ করব।’
দলের মধ্যে কোনো টানাপড়েন আছে কি না জানতে চাইলে নাসীরুদ্দীন বলেন, ‘আমি আজকে সবার সামনে নিশ্চিত করছি যে, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গেই থাকব এবং এনসিপিকে সরকার গঠন পর্যন্ত ইনশাআল্লাহ নিয়েই ছাড়ব।’
অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারের সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্রের সবাই কিন্তু একই দুর্নীতির ধারাটা অব্যাহত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো এসেছে, কোথায় ব্যর্থ হয়েছে সেটা নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত—কে কী করে, রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে। এই অপসাংবাদিকতা থেকে উনাদের বেরিয়ে আসা উচিত। আমরা দেখতে পেয়েছি, একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের কয়েকটি পত্রিকা ও টিভি চ্যানেল রয়েছে। ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন, তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন এবং তাদের প্রতিও মানুষের অশ্রদ্ধা আসছে’।
সরকার গঠনের পর কী হবে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সরকার গঠনের পর আবার জনগণের সঙ্গে থাকব।’
এর আগে গত রাতে দেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
