ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ অক্টোবর) : আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। অবিলম্বে এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ডিইউজে নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হলো। নির্বাচনের নতুন তারিখ অবিলম্বে ঘোষণা করা হবে।
এ ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
