আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক (মাগুরা), এবিসিনিউজবিডি, (২৪ অক্টোবর) : আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরার পারনান্দুয়ালী এলাকার নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘ইলেকশন কমিশন বারবার বলেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।’

শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে সব দলই ঐকমত্যে পৌঁছেছে। যদিও কিছু দল এখনো আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেনি, তবু তাদেরও সম্মতি রয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’

ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল ইতোমধ্যেই নির্বাচনে অংশগ্রহণে ঐকমত্যে পৌঁছেছে। তাই নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। আমরা আশা করছি জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শফিকুল আলম আরও জানান, আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটাররা চাইলে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পাবেন।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে। একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন। দেশের মানুষ এবার ভোট দিতে পারবেন, কারণ হাসিনার সময় ভোটাধিকার ছিল না। গত ১৫ বছরে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থীরা নির্ধারিত হতেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘তখনকার সংসদ সদস্যরা নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। ঠিকাদারি ব্যবসার মতো নির্বাচনের পদ বেচাকেনা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্মানেন্ট সেটেলমেন্টের মতোই তারা পুরো দেশটাকে রাজনৈতিক জমিদারিতে পরিণত করেছিল।’

সরকারের ওপর কোনো দেশি–বিদেশি চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একেবারেই কোনো চাপ নেই। কেউ আমাদের বলেনি তাদের (আওয়ামী লীগকে) ইলেক্টোরাল প্রক্রিয়ায় ফেরাতে। বরং সবাই অবাক যে, এত হত্যাযজ্ঞ ঘটানোর পরও তারা অনুতপ্ত নয়।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ