তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৫ জানুয়ারি) : চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থল নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (২৫ জানুয়ারি) সমাবেশস্থলের প্রবেশদ্বারে এবং মূল ফটকের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠবেন।
সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, এপিবিএন, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত রয়েছেন।
সদরঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিব গণমাধ্যমকে বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর পলোগ্রাউন্ড ময়দানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সিএমপি কমিশনারের নির্দেশনায় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, শনিবার রাত থেকে পুলিশ পলোগ্রাউন্ড ময়দানে অবস্থান করেছে। সমাবেশস্থলে নিরাপত্তায় তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
মনোয়ারুল হক/
