মায়ের বিয়ের শাড়িতে ‘৪৫ বছর আগে’ ফিরে গেলেন জয়া

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ অক্টোবর) : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফিরে গেলেন ৪৫ বছর আগে। মায়ের বিয়ের শাড়ি গায়ে জড়িয়ে স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী। জানিয়েছেন সে সময়ের কথা। বুধবার (২২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি ও এর পেছনের কথা তুলে আনলেন ভক্তদের জন্য।

জয়া লেখেন, এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর। আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

শাড়ি নিয়ে বোনদের কাড়াকাড়ির কথা স্মরণ করে তিনি আরও লেখেন, এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরী বেলা থেকে আমরা দুই বোন কী কাড়াকাড়িটাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যা-ই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে! আমি বলতাম নীলটা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা! কখনো কখনো কিশোরী খেয়ালে পছন্দ যে ওলটপালট হতো না তা নয়, পরে বুঝেছি এই দুটো শাড়িই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান।

অভিনেত্রীর কথায়, মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমি লাইনটা, কিছু ফেলতে পারি না—আমার হয়েছে সেই অবস্থা। সবকিছুর ওপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া। আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, আমার জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়ি সব রয়ে গেছে আমার কাছে। আলমারির যত্নে, ন্যাপথালিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র।

সাম্প্রতিক সময়ে জয়া আহসানকে দেখা গেছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’-তে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ