দাউদকান্দিতে ২ কোটি টাকা ছিনতাই, প্রজন্ম লীগের সভাপতি আটক

জেলা প্রতিনিধি (কুমিল্লা), এবিসিনিউজবিডি (৪ সেপ্টেম্বর ২০২৩) : কুমিল্লায় দাউদকান্দিতে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, এক সংসদ সদস্যের ছেলের তদবীরে প্রথমে আটকের বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে গণমাধ্যমের চাপে শিকার করতে বাধ্য হন ওসি। সোহেল রানাসহ তার সহযেগীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা দাউদকান্দি উপজেলা প্রজন্ম লীগের সভাপতি পদে আছেন।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে সোহেল রানার বাসায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার ও ছিনতাই করা পৌনে ২ কোটি টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

ওসি মোজাম্মেল হক জানান, ব্যবসায়ী সাইফুল ইসলাম ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিলেন। রাত ২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের কাছে এলে তার গতিরোধ করেন প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা ও তার সঙ্গীরা। এ সময় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তার সঙ্গে থাকা ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করে নেন সোহেল রানাসহ তার সঙ্গীরা। পরদিন সোমবার বিকেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম দাউদকান্দি থানায় সোহেল রানাকে প্রধান আসামি করে ৪/৫ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।

ওসি আরও বলেন, সোহেল রানা ও তার সঙ্গে ছিনতাইয়ে অংশ নেওয়া লোকদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ