ফরিদপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করায় নির্যাতন

নিজস্ব প্রতিবেদক (ফরিদপুর) এবিসিনিউজবিডি, ঢাকা (৮ এপ্রিল ২০২৩) : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ভুলে আনোয়ারা বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের সিসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করলে উল্টো একটি কক্ষে আটকে রেখে তাদের নির্যাতন করে হাসপাতালের কর্তব্যরত নার্স ও শিক্ষানবিশ চিকিৎসকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভুক্তভোগীদের উদ্ধারে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, গত ৩ এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাগুরার শ্রীপুরের আনোয়ারা বেগম। পরবর্তীতে ৬ এপ্রিল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধের ভুল প্রয়োগে মৃত্যু হয়েছে আনোয়ারা বেগমের।

আনোয়ারা বেগমের পুত্রবধূ সোনিয়া বেগম জানান, এ ঘটনায় কর্তব্যরত নার্সের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নার্সকে চড় মারেন মৃত আনোয়ারার এক ছেলে। এতে কর্তব্যরত নার্সরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকরা যোগ দিয়ে মৃতের বড় ছেলে অহিদুল ইসলামকে হাসপাতালের তিন তলার একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। এ সময় তার দেবরকেও আটকে রেখে মারধর করা হয় বলে জানান সোনিয়া।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, সিসিইউতে থাকা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিশৃঙ্খলা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক এবিসিনিউজবিডিকে বলেন, সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হলে মৃতের ছেলে এক নার্সকে থাপ্পড় দেন। এ ঘটনায় রোগীর এক আত্মীয়কে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করলে বিষয়টির মীমাংসা হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ